এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Amader Para- Amader Samadhan শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’, মুর্শিদাবাদে ক্যাম্পে ক্যাম্পে ভিড়

Published on: August 2, 2025
Amader Para- Amader Samadhan

Amader Para- Amader Samadhan ২ রা আগস্ট থেকে শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ  রাজ্য সরকারের। ক্যাম্প বা শিবির করে সমস্যা মেটানো হবে বলেই আশ্বাস। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। রাজ‍্যের মোট ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার। বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।

Amader Para- Amader Samadhan এদিন মুর্শিদাবাদ জেলাতেও শুরু হল এই প্রকল্পের। হরিহরপাড়া থেকে কান্দি, সামসেরগঞ্জ থেকে খড়গ্রাম, জেলা জুড়েই ক্যাম্প হয়। কোথাও হাজির থাকেন জনপ্রতিনিধিরা, কোথাও আবার সুষ্ঠভাবে বুথ পরিচালনা দেখতে হাজির হন পুলিশ কর্তারা। প্রথম দিনেই বহু মানুষ ক্যাম্পে আসেন নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা নিয়ে। জানা গেছে, সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে, সেই সঙ্গে সমস্যা লিখিতভাবে নিয়ে গিয়ে জমা দিতে হবে। নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর লেখাতে হবে। মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে।  আধিকারিকরাও হাজির থাকছেন। সমস্যা দেখে, কী করতে হবে সেটা আধিকারিকরাই বুঝিয়ে দেবেন।

Amader Para- Amader Samadhan  ক‍্যাম্পগুলোতে থাকছে “দুয়ারে সরকার” ডেস্কও।  রাজ্য জুড়ে ক‍্যাম্পের সংখ্যা ২৭ হাজারের বেশি। ৬০ দিন ধরে ক‍্যাম্প চলবে। প্রশাসনিক মূল্যায়নের জন্য ধার্য করা হয়েছে ৩০ দিন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ক‍্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারে নয়া কর্মসূচী নিয়ে সমালোচনায় সরব বিরোধী শিবির।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now