Amader Para Amader Samadhan শনিবার কান্দির ভবানিপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে ক্যাম্পে হাজির হন জনস্বাস্থ্য ও কারিগরী এবং পূর্ত দপ্তর মন্ত্রী পুলক রায়। মন্ত্রীকে সামনে পেয়ে হাজারো সমস্যা শোনালেন আম জনতা। উঠে আসে নানান প্রসঙ্গ। গোপালকদের জন্য চিকিৎসকের অভাব থেকে জলমগ্ন খেলার মাঠের সমস্যা। কেউ তুলে ধরলেন স্কুলের ভাঙা পাঁচিলের সমস্যা। কেউ আবার বেহাল রাস্তা নিয়ে সরব। হাজারো সমস্যা নিয়ে সরাসরি মন্ত্রীর দরবারে রাখলেন আম জনতা। চাইলেন সমাধান। আশ্বাস দিলেন মন্ত্রী।

Amader Para Amader Samadhan জনস্বাস্থ্য ও কারিগরী এবং পূর্ত দপ্তর মন্ত্রী পুলক রায় বলেন, “আমরা আগামী ১৫ ই জানুয়ারি ২০২৬ এর মধ্যে এই কাজগুলো শেষ করতে বদ্ধ পরিকর এবং অঙ্গীকারবদ্ধ।”
Amader Para Amader Samadhan জনস্বাস্থ্য ও কারিগরী এবং পূর্ত দপ্তর মন্ত্রী পুলক রায় বলেন, ‘ আমাদের কাজ মানুষ যেটা বললেন সেি কাজটাকে ইমপ্লিমেন্ট করা।’ আমাদের পাড়া আমাধের সমাধান নিয়ে তিনি বলেন, ‘ ক্যাম্পে মানুষ উৎসবের মেজাজে উপস্থিত হয়েছেন। শুধু কান্দিতে নয় শুধু মুর্শিদাবাদে নয়, সারা বাংলা জুড়ে ৮০ হাজারের বেশী বুথে যেখানে যেখানে ক্যাম্প হয়েছে মানুষ উৎসবের মেজাজে উপস্থিত হয়েছেন’। রাস্তা থেকে নিকাশি- ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, বাড়ি বাড়ি জল প্রকল্প- কেন্দ্রের টাকা নেই, কিন্তু কাজ বন্ধ থাকে নি- দাবি মন্ত্রীর।
Amader Para Amader Samadhan কেন্দ্রের বঞ্চনার অভিযোগে মন্ত্রী বলেন, ‘ বঞ্চনা আছে তার মধ্যেও কাজ করতে হচ্ছে। আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের এমএলএ, আমাদের এমপিরা কাজ করছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে সমস্ত কাজের তদারকি করছেন। মুখ্যমন্ত্রী চাইছেন ১০০% মানুষের পাশে থাকার। যদি কাজ করতে যেয়েও কিছু বাকি থাকে সেইটাও বলার সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারে সরকারের মাধ্যমে।
Amader Para Amader Samadhan এদিন পাড়া সমাধান ক্যাম্পে মন্ত্রীর সাথেই হাজির ছিলেন কান্দীর বিধায়ক অপূর্ব সরকার, কান্দির এসডিও উৎকর্ষ সিং , কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার চেয়রম্যান জয়দেব ঘটক ও অন্যান্যরা। শিবির থেকে মুর্শিদাবাদ ও কান্দির মানুষের জন্য রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। কীভাবে হবে সমাধান,আবেদন? পরামর্শ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার।

Amader Para Amader Samadhan আপনার, মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত- শিবিরে ছিল বিভিন্ন সরকারি সুবিধার জন্য আলাদা আলাদা টেবিল। রাস্তাঘাট থেকে স্কুলের সমস্যা নিয়ে সমাধান শিবিরে হয় খোলামেলা আলোচনা।