Amader Para Amader Samadhan পাড়ার সমস্যা শুনলেন চেয়ারম্যান। চেয়ারম্যানকে পাড়ায় পেয়ে রাস্তাঘাট থেকে পানীয় জল, আলো থেকে নিকাশির সমস্যার সমাধান চাইলেন পৌর এলাকার বাসিন্দারা। সোমবার ‘আমাদের পাড়া আমদের সমাধান’ কর্মসূচিতে ৭ নম্বর ওয়ার্ডে ক্যাম্পে হাজির হন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী। সেখানেই হয় বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা। স্থানীয় বাসিন্দাদের মুখ থেকেই একের পর এক সমস্যার কথা শোনেন পৌর কর্তা। কোন পথে হবে সমাধান? নানান বিষয় নিয়ে সজাগ করেন। বুথে বুথে কেমন সাড়া মিলছে? কোন কোন বিষয়ে পৌর বাসিন্দারা আগ্রহী? কোন প্রকল্পে সবচেয়ে বেশী আবেদন জমা পড়ছে? খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয় বিস্তর।
Amader Para Amader Samadhan বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে প্রতিটি বুথে এক্সিকিউট করা হচ্ছে। বহরমপুর পৌরসভার অধীনে ১৫৪ টা বুথ। ৩ টে করে বুথের ক্লাস্টার করে কাজ শুরু হয়েছে। আজকে ৭ নম্বর ওয়ার্ডে কাজ হল। ৬ টি বুথ আছে। ৩ টে করে বুথে ভাঙা হয়েছে। উল্লেখযোগ্যভাবে মানুষ ক্যাম্পে আসছেন। যাবতীয় সমস্যার কথা বলছেন। রাস্তা সংস্কার থেকে জল, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে পার্কিং ইস্যু ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী কার্ড, খাদ্যশ্রী এই সব প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়ছে। এই কর্মসূচীকে সফল রূপ দিতে ময়দানে রয়েছেন পৌর কর্মচারীরা।