সরগরম মুর্শিদাবাদের রানিনগর
নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল নেতার TMC স্ত্রীর বিরুদ্ধে দুই জায়গায় চাকরি করে সরকার থেকে টাকা নেওয়ার অভিযোগ। এমনি অভিযোগে সরগরম রানিনগর Raninagar 2। খোদ রানিনগরের দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এই বিষয়ে মহকুমাশাসকের দফতরে অভিযোগ করেছেন। যা নিয়ে রাজনৈতিকমহলে চাপান উতোর শুরু হয়েছে। রানিনগরের দুই নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মিজান হাসানের স্ত্রীর এই চাকরি বলে অভিযোগ। ওই পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি ডোমকলের মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ করেছেন। জানা গিয়েছে, শুনানির জন্যে ব্লকের তরফে তাঁর স্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এর জন্যে ২২ সেপ্টেম্বর হাজির থাকতে বলা হয়েছে।
Murshidabad News অভিযোগ, তিনি ২০২০ সালে একটি হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী আবাসে মেট্রন হিসেবে কাজ করেন। আবার ২০২১ সালে বাবার নাম ব্যবহার করে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরিতে নিযুক্ত হন। দুই জায়গা থেকে সরকারি নিয়ম বহির্ভূত টাকা ‘আত্মসাতের’ অভিযোগ। এই নিয়ে ওই হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর সবুর মিয়া জানিয়েছেন, আমার কাছে একাধিক জায়গা থেকে অভিযোগ আসে। তবে গত ৪ অগাস্ট তিনি ওই কাজ থেকে ইস্তফা দিয়েছেন। এই বিষয়ে তৃণমূল নেতা মিজান হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার জন্যে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। শুনানিতে আমার স্ত্রী তাঁর বক্তব্য জানাবেন। এই বিষয়ে রানিনগর ২ নম্বরের বিডিও কৃষ্ণনির্মাল্য ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে দুপক্ষকে ডাকা হয়েছে।