AIMIM Joining মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের (AMIM) বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় প্রভাব রয়েছে। হুমায়ুন কবির হঠাৎ করে তা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী বিধানসভায় মিমের সঙ্গে জোট করে তাঁর প্রস্তাবিত দল ভোটে লড়বে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে তাঁর কথা হয়েছে। হুমায়ুনকে ওয়াইসি সম্বোধন করেছেন, তিনি মুর্শিদাবাদের ওয়াইসি। তারপরে আকস্মিকভাবে জেলায় যোগদান বেড়েছে মিমে। সোমবার রঘুনাথগঞ্জ বিধানসভায় নতুন করে ২০০ জনের যোগদান হয়েছে বলে দাবি করা হচ্ছে।

AIMIM Joining মিমের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রঘুনাথগঞ্জ বিধানসভার কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতে তৃণমূলের ২০০ জন কর্মী তৃণমূল ছেড়ে AIMIM-এ যোগদান করেছেন। যে ঘটনাকে মিমের জেলা নেতৃত্ব সাফল্য বলে দেখছেন। তারা জানিয়েছে, এই ঐতিহাসিক সিদ্ধান্ত কাশিয়াডাঙ্গা অঞ্চলে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করল। মানুষের ক্ষোভ, বঞ্চনা ও ন্যায়ের দাবির প্রতিফলন হিসেবেই এই বৃহৎ যোগদান। যা মিমের আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। মিম নেতৃত্ব অভিযোগ তুলেছে, আজ, এলাকাবাসী জেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষের জন্যে ভোট নিয়ে কাজ করেননি। দলে দলে মানুষ তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়েছেন।
AIMIM Joining বাবরি মসজিদের শিলান্যাস করে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হইচই ফেলেছেন। তিনি আগেই জানিয়েছিলেন নতুন দলের আত্মপ্রকাশ হবে ২২ ডিসেম্বর। এরপর জানান, ওই দলের সঙ্গে মিমের জোট হবে। আগামী বিধানসভা ভোটে মিম ছাড়াও আরও অনেক দলের সঙ্গে জোটের বিষয়ে কথা হয়েছে বলেও জানান হুমায়ুন।















