বিজেপির বিক্ষোভ, তরজায় কংগ্রেস, তৃণমূল
নিজস্ব প্রতিবেদনঃ সাংসদ, বিধায়কের উপর হামলার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ পথ অবরোধ বিজেপি (BJP) নেতা কর্মীদের। কোথাও মিছিল, কোথায় জাতীয় সড়ক অবরোধ করে চলল প্রতিবাদ। মঙ্গলবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা জুড়ে গেরুয়া শিবিরের প্রতিবাদ কর্মসূচী হল। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মিছিল করে বহরমপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। প্রায় আধ ঘণ্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী ঘিরে সরগরম বহরমপুর।
Murshidabad BJP Agitation বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, পরিদর্শনে গিয়ে আমাদের সাংসদ ও বিধায়ককে মার খেতে হয়েছে, তাঁকে পাথর ছুড়ে মুখ ফাটিয়ে দিয়েছে। এই ঘটনার জন্যে সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজ প্রতীকী ধর্মঘট ও রাস্তা অবরোধ করছি। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বলেন, সরকার নিজে করতে পারছে না। কেন্দ্রের কাছে হাত পেতে বসে আছে। পয়সা দাও। পয়সা দাও। পয়সা না দিলে এখানে কিছু করতে পারবে না। আর আমরা কিছু করতে যাচ্ছি, সেটা করতে দিচ্ছে না। এটা আমরা চলতে দেবো না। সেজন্যে রাজ্যস্তরে সিদ্ধান্ত হয়েছে প্রতিবাদে ও সরকারকে সামনের দিনের সবক শেখানোর জন্যে আজকে আমরা অবরোধ করছি।
Murshidabad BJP Agitation উল্লেখ্য, সোমবার দুর্যোগ-বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি মুর্শিদাবাদজুড়ে। বহরমপুর ছাড়াও সুতি থেকে রঘুনাথগঞ্জ, সর্বত্র দেখা গেল একই ছবি। সুতির ধলারমোড় ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। প্রায় ১৫ মিনিট জাতীয় সড়ক অবরোধ করা হয়। সুতি থানার পুলিশ এসে অবরোধ তুলে জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ Migrant Workers বহরমপুরের ৬ শ্রমিকের ব্যাঙ্গালোরে একি পরিণতি
Murshidabad BJP Agitation বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সুবলচন্দ্র ঘোষ বলেন, আমাদের জেলাতে ৭টি বিধানসভায় প্রতিটা জায়গাতে আমরা কর্মসূচি করেছি। সারা রাজ্যব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে সুবলচন্দ্র ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। দফায়-দফায় ওঠে স্লোগান। বেশ কিছুক্ষণ চলার পর উঠে যায় অবরোধ। বিজেপির সাংসদ, বিধায়কের উপর আক্রমণ, প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ বিজেপির। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জনপ্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনার নিন্দায় কংগ্রেস। শাসক তৃণমূলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। দাবি অভিযুক্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির। যদিও সুর চড়িয়েছে তৃণমূল। ‘মানুষের ক্ষোভ স্বাভাবিক’, পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় তুললেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। মুর্শিদাবাদের ভাঙন পরিস্থিতির জন্য দায় চাপালেন কেন্দ্রের দিকেই।