এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Ex Chairman of Jangipur Municipality Mozharul Islam: ফের ঘাসফুলে জঙ্গিপুরের প্রাক্তন পুর চেয়ারম্যান মোজাহারুল?

Published on: September 14, 2025
Mojharul Islam

তৃণমূল সাংসদ খলিলুর রহমানের সঙ্গে মোজাহারুলের ঘনিষ্ঠ ছবি, জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গিপুর পুরসভার Jangipur Municipality প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম (Mozharul Islam) কী ফের তৃণমূলের পথে? রবিবার জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই ফের জল্পনা মাথা চাড়া দিয়েছে। গত বছর ২ মার্চ জঙ্গিপুরে জোতকমল মাঠে সিপিআই(এম) CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর হাত ধরে তৃণমূল ছেড়ে ফের নিজের পুরনো দল সিপিআই(এম)এ যোগদান করেন মোজাহারুল ।

Mojharul

কিন্তু সম্প্রতি তাঁকে সিপিআই(এম) এর রাজনৈতিক কর্মকান্ডে দেখা যাচ্ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিন তৃণমূল জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমানকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্বাগত জানানোর ঘটনা সামনে আসতেই জঙ্গিপুরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আরও পড়ুনঃ Nabagram MLA Kanaichandra Mondal: ফের বেসুরো হওয়া আটকাতে কানাইকে লাগাম? শোকজ তৃণমূলের, ৩ দিনে জবাব তলব

Ex Chairman of Jangipur Municipality Mozharul Islam মোজাহারুল ২০১০ এবং ২০১৫ সালে জঙ্গিপুর পুরসভা নির্বাচনে সিপিআই(এম) প্রতীকে জয়লাভ করে চেয়ারম্যান হন। তবে ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। এগিয়ে আসছে বিধানসভা ভোট। স্বাভাবিকভাবে নানা জল্পনা শুরু হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now