GST 2.0 Low Price Rate: জিএসটি কমায় নিত্য প্রয়োজনীয় কিসের দাম কমলো

Published By: Imagine Desk | Published On:

দাম কম থাকায় হাসি মুখে পুজো কাটল সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদনঃ পণ্য ও পরিষেবা কর বা জিএসটিতে (GST Reforms 2025) বড় সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে প্রত্যক্ষ কেনাকাটায় লাভবান হচ্ছেন সাধারণ মধ্যবিত্ত। জিএসটি কমায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। যার ফলে পুজোর সময় কেনাকাটা করতে সুবিধা হয়েছে। ফলে আরও উৎসব মুখর পরিবেশে এবার পুজো কেটেছে। গট সেপ্টেম্বর মাসে জিএসটিতে এই সংস্কার হয়েছে।

GST 2.0
GST 2.0 Low Price Rate কোন জিনিসের কতো দাম কমেছে তা একবার ফের দেখে নেওয়া যাক। মুদির জিনিস। ব্যক্তিগত যত্নের জিনিসে দাম কমেছে। মাখন, ঘি, আইসক্রিম, বিস্কুট, শুকনো ফলের দাম কমেছে। এগুলিতে মাত্র ৫ শতাংশ জিএসটি। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, শেভিং ক্রিমের দাম কমেছে। পেন্সিল, নোটবুক, ইরেজারের দাম কমেছে। এছাড়া ইউটেনসিলসের জিএসটিও কমেছে। জুতো, কাপড়ের দামও কমেছে। বেশিরভাগ জিনিসের ৫ শতাংশ ও ১৮ শতাংশ জিএসটি ধার্য হয়েছে। তুলে দেওয়া হয়েছে ২৮ শতাংশ জিএসটি। যার ফলে অনেক জিনিস সস্তা হয়েছে।
GST 2.0 Low Price Rate নিত্য প্রয়োজনীয় জিনিস (Essential Goods) সস্তা হওয়ায় হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। একই সঙ্গে দামি জিনিসে ৪০ শতাংশ কর বসানো হয়েছে। ফলে বেশিরভাগ ক্রেতাই সস্তা জিনিসে ঝুঁকেছেন। উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর দেশ জুড়ে শুরু হয় নতুন জিএসটি ব্যবস্থা। দুগ্ধজাত পণ্য থেকে ওষুধ। সস্তা হয়েছে ৩৭৫ টি পণ্য।

যে জিনিসের দাম কমল?
GST 2.0 Low Price Rate ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ জিএসটি হওয়ায় দাম কমেছে চকোলেট, চুলের তেল, শ্যাম্পু, সাবান, বিস্কুট, দাঁতের মাজন, মিনারেল ওয়াটার। দাম কমেছে থারমো মিটারের। রাসায়নিক সারের ব্যবহৃত জিনিসে। ট্রাক্টরে যেসব জিনিস ব্যবহার হয়।
একেবারে কর মুক্ত যেসব জিনিস-
ছানা, পনির, রুটি। জীবনবিমা।

See also  নিখোঁজ শিশু! পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলল সামশেরগঞ্জে