পাঁচ বছর পরে ঐতিহাসিক বেড়া ভাসান
নিজস্ব প্রতিনিধিঃ আজ, বৃহস্পতিবার বেড়া উৎসব Bera Festival। সেজে উঠবে ভাগীরথীর তির। জলে ভাসবে সুদৃশ্য বেড়া। হাজার দুয়ারি প্যালেস থেকে ইমামবাড়া। সাজবে চারিদিক। মঙ্গল হবে মুর্শিদাবাদবাসীর Murshidabad। বেড়ার বন্ধনে অটুট হবে ভালোবাসা। এই জেলার জনপ্রিয় লোক উৎসব এটি। আনন্দে মাতবেন সবাই। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব হয়। পাঁচ বছর পরে এবার হচ্ছে এই উৎসব। তাই এবার উন্মাদনা চরমে। সেই নবাব মুর্শিদকুলি খাঁয়ের আমল থেকে এই উৎসব চলে আসছে।
Bera Utsab: ১৭০৪ সাল থেকে এর শুরু। মুর্শিদাবাদ এস্টেটের ম্যানেজার বিপ্লব সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই উৎসবে প্রচুর ভিড় হবে। গতকাল, বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদ ঘাট পরিদর্শন করা হয়। মুর্শিদাবাদ পুরসভাও এই বিষয়ে কোমর বেঁধে নেমেছে।
Bera Utsab: তবে এই বেড়া উৎসবকে ঘিরে এবার বিতর্কও হয়েছে। মুর্শিদাবাদ শহরে ওয়াশীফ মঞ্জিলে ঐতিহাসিক বেড়া উৎসব হবে। এই উৎসব উদযাপনের সরকারি আমন্ত্রণ পত্র নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্য সরকারের মুর্শিদাবাদ এস্টেটের তত্ত্বাবধানে বেড়া ভাসানের অনুষ্ঠানে জেল থেকেও আমন্ত্রিত বড়য়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। অথচ মুর্শিদাবাদের স্থানীয় বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে বঞ্চিত। এই নিয়ে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক।