Admission Portal Problem অনলাইনে কলেজে ভর্তির প্রথম দিনেই পোর্টাল বিভ্রাটের অভিযোগ। এবারই প্রথম কলেজে ভর্তির জন্য শুরু হয়েছে কেন্দ্রীয় পোর্টালে আবেদন। কলেজ অ্যাডমিশনের কেন্দ্রীয় পোর্টাল প্রথম দিনই সকাল থেকে সমস্যায় পরে অনেকেই বলে অভিযোগ। পোর্টাল কাজ না করায় ফর্ম ফিলাপ করতে বসে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। ইতিমধ্যে বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মফিলাপ না করেই ফিরতে হয়েছে ছাত্রছাত্রীদের ।
জানা গিয়েছে ছাত্র ছাত্রীদের মেলে ওটিপি ঢুকছে না ঘন্টার পর ঘন্টা ধরে। কারও কারও মোবাইলে ওটিপি এলেও তা মেলে না আশায় রেজিস্ট্রেসন করা সম্ভব হচ্ছে না.
সাইবার ক্যাফে কর্মী পরিতোষ চৌধুরী জানান, ‘যেহেতু নতুন পোর্টাল তাই সমস্যা হচ্ছে ফর্ম ফিলাপ করার। সমস্যা বলতে ছেলে মেয়েদের মোবাইল ওটিপি ঢুকছে না। এই সমস্যাটা হচ্ছে’।
তবে বেলা বাড়তেই পোর্টালের সমস্যা কিছুটা মেটে। শুরু হয় ভর্তির ফর্মফিলাপ। সাইবার ক্যাফেতে দেখা যায় লম্বা লাইনও । এবারই প্রথম কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে শিক্ষা দপ্তর। তবে প্রথম দিনই তা বিভ্রাটের অভিযোগ উঠল।