জেসিবি দিয়ে চালতিয়া বিল লাগোয়া বাড়ি ভাঙল প্রশাসন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে চালতিয়া বিল লাগোয়া  সরকারি জমিতে হয়েছিল  অবৈধ নির্মাণ । জবরদখল করে তৈরী করা হচ্ছিল বাড়ি। আদালতের নির্দেশে জেসিবি দিয়ে সেই বাড়ি ভাঙল প্রশাসন। এদিন এসডিও বহরমপুর সদর  প্রভাত চট্টোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টের অর্ডার অনুসারে এই বাড়ি ভাঙা হচ্ছে।

চালতিয়া বিলের এক পাশেই রয়েছে ভাকুড়ি মৎসজীবি সমবায় সমিতির অফিস। সেই অফিসের রাস্তার পাশে ছিল সরকারি জমি। সেই জমিতে   অবৈধ নির্মাণের অভিযোগ নিয়ে আদালতের দারস্থ হয়েছিল ভাকুড়ি মৎসজীবি সমবায় সমিতি। অভিযোগ ছিল, চালতিয়া বিলের খাল সংলগ্ন জমিতে বেআইনি ভাবে বাড়ি বানিয়েছেন এক ব্যক্তি।  আদালত নির্দেশ দেয়, ভেঙে ফেলতে হবে ওই বাড়ি ।প্রশাসন সূত্রে জানা গিয়েছে জমির মালিক মুর্শিদাবাদ জেলা পরিষদ। কিন্তু সেই জমিতেই বাড়ি বানিয়েছিলেন কাউসার সেখ নামের এক ব্যক্তি। বানানো হয়েছিল দুটি ঘর। এদিন জেসিবি দিয়ে সে বাড়ি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়।