এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

আদিবাসী সংগঠনের বনধে অবরোধ পলসন্ডায়

Published on: June 8, 2023

নিজস্ব সংবাদদাতা, নবগ্রামঃ ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন অব ওয়েস্টবেঙ্গলের  ডাকা বাংলা বনধের প্রভাব পড়ল মুর্শিদাবাদ জেলাতেও। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডায় অবরোধ চলছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। সকাল থেকে অবরোধে শামিল হয়েছেন বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা।  বৃহস্পতিবার বাংলা বনধের ডাক। ৮ জুন ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন (প :ব:) । বনধ সফল করতে পলসন্ডায় অবরোধ শুরু হয়েছে সকাল ৬ টা থেকেই।

আদিবাসী সংগঠনগুলির ডাকা এই অবরোধের ফলে সকাল থেকেই যান চলাচল থমকে পলসণ্ডায়। সোস্যাল মিডিয়ায় মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে,   কোলকাতা থেকে মালদা জেলার দিকে যাওয়ার জন্য   হুগলি, বর্ধমান, বীরভুম জেলা, জঙ্গিপুর পুলিশ জেলার ওমরপুর মোড় হয়ে জাতীয় সড়ক ধরে মালদা যাওয়ার । অথবা বিকল্প রাস্তা কৃষ্ণনগর, বহরমপুর পঞ্চাননতলা মোড়, লালবাগ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গীপুর হয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার।   বহরমপুর রাধারঘাট মোড় থেকে জীবন্তী, গাঁতলারোড, শেরপুর, আসলপুর হয়ে সুকিমোড়ে জাতীয় সড়কে উঠে উত্তরবঙ্গের দিকে যেতে পারে গাড়ি ।  মালদার দিক  থেকে কোলকাতার দিকে যাওয়ার জন্য   ওমরপুর থেকে রামপুরহাট, সিউড়ী,বর্ধমান হয়ে কোলকাতা যাওয়ার রাস্তা ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশ ।  বিকল্প রাস্তা ওমরপুর মোড় থেকে রঘুনাথগঞ্জ ব্রীজ, লালগোলা, লালবাগ, এবং বহরমপুর পঞ্চাননতলা মোড় হয়ে কোলকাতার দিকে যাওয়া যায়  অথবা সুকিমোড় থেকে আসলপুর, শেরপুর গাঁতলা রোড, জীবন্তী, রাধারঘাট মোড় হয়ে জাতীয় সড়ক ধরে কোলকাতার দিকে যাওয়া যাবে বলেও ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে  ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now