নিজস্ব সংবাদাতা, বহরমপুরঃ কোনও রাখঢাক নয়। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বলেন,পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই। আমাদের বহরমপুরে হারাবে বলছে, মালদায় হারাবে বলছে, ওপেন চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জীর দলকে। যে কোন মামুকে এখানে পাঠিয়ে দাও যদি হারাতে পার রাজনীতি করা ছেড়ে দেব। মমতা ব্যানার্জীর নাম না করে অধীর তাঁর বিরুদ্ধে মমতাকে ভোটে দাঁড়ানোর ডাক দেন। তিনি আরও বলেন, পুরুলিয়া থেকে রায়গঞ্জ, দার্জিলিং থেকে বসিরহাট আমরা একাই লড়াই করতে পারি। তোমাদের দয়া ভিক্ষা নিয়ে দুটো সিট রক্ষার কোনও দরকার নেই। আমরা এসব প্রত্যাখ্যান করছি।
এদিন অধীর বলেন, ” আমাদের দুটো আসন দিয়ে সে আসামে ৪টে সিট নেবে, মেঘালয়ে দুটি আসন নেবে । ভিতরের খবর তো জানেন না। আমরা লড়ব । পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই। ওপেন চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জীর দলকে”। অধীরের সরাসরি চ্যালঞ্জ, “আসুন আপনি নিজে আসুন। আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে । আমি আপনাকে বলছি আপনি নিজে আসুন আমার বিরুদ্ধে লড়তে। কত তাকত আছে দেখছি আপনার” ।