মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আর নয়দিন বাদেই রাজ্যে জুড়ে পঞ্চায়েতের ভোট উৎসব। সেই উৎসব ঘিরে সব দলেরই প্রচার প্রস্তুতি তুঙ্গে। ভোট প্রচার এখন মধ্য গগনে। পঞ্চায়েতের আগে প্রতিশ্রুতি দিতেও কার্পণ্য নেই কোনও দলেরই। শাসকদল তো বটেই, প্রচারে এসে প্রতিশ্রুতি দিচ্ছেন সব দলের নেতৃত্বই।
মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রচারে খামতি নেই কংগ্রেসের। ভোটের আগে সারা জেলা জুড়ে কার্যত চষে বেড়িয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জনসংযোগ করছেন জেলা চেনা ফিল্ডে। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে প্রকাশ করা হল কংগ্রেসের ইস্তেহার ‘হাত ধরো গ্রাম গড়ো’।
ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আগে কী কী কথা দেওয়া হল কংগ্রেসের পক্ষ থেকে? নির্বাচনের প্রাক্কালে মহিলাদেরই বা কী প্রতিশ্রুতি দিল জাতীয় কংগ্রেস?
কংগ্রেস বলছে পঞ্চশীল গ্যারান্টি। কী এই পাঁচটি গ্যারান্টি?
প্রথমত, কাটমানিহীন, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি। দ্বিতীয়ত, পঞ্চায়েতের মানুষের ১০০ দিনের কাজ, জব কার্ড নিয়ে কোনো রাজনীতি নয়। দলাদলির বাইরে রাখতে হবে পঞ্চায়েতের মানুষকে। তৃতীয়ত, রাস্তা, পানীয়জল, বিদ্যুৎ, আলোর পরিষেবার সংস্থান করতে হবে।
পঞ্চায়েত নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করে মহিলাদের একাধিক প্রতিশ্রুতি দিল জাতীয় কংগ্রেস। মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠীগুলিকে স্কিল ডেভলপমেন্টে গুরুত্ব প্রদান। কংগ্রেস প্রকাশিত ইস্তেহারেও মহিলাদের লক্ষ্মী ভান্ডারের উল্লেখ রয়েছে। তাঁরা দাবী করছে, মাত্র ৫০০ টাকা না, কংগ্রেসের অন্য রাজ্যগুলির মতো মাসিক ২০০০ থেকে ২৫০০ টাকা দিতে হবে। এছাড়াও পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে, সংরক্ষণকে প্রাধান্য না দিয়ে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের ক্ষেত্রে দায়িত্ব আরোপ করতে হবে।
পঞ্চায়েতে কংগ্রেস ক্ষমতায় এলে এই ইস্তেহারের প্রয়োগ হবে অতি সত্বর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।