মধ্যবঙ্গ নিউজডেস্কঃ করোনা কালে হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করেছিল রেল। সেগুলি মূলতঃ কাটোয়া আজিমগঞ্জ লাইনে চলাচল করে। কিছু ট্রেন চলে কাটোয়া নিমতিতা লাইনেও। সেই সময় স্পেশাল ট্রেনের নূন্যতম ভাড়া দশ টাকা থেকে বাড়িয়ে তিরিশ টাকা করা হয়েছিল। ২০২১ এর শেষে করোনার প্রকোপ কমে গেলেও কমেনি ওই সব স্পেশাল ট্রেনের ভাড়া। ওই ট্রেনগুলি ছাড়া অন্য যে সব ট্রেন এই শাখায় যাতায়াত করছে করোনা পরবর্তী কালে সেগুলোর নূন্যতম ভাড়া দশ টাকা। রেলভাড়ার এই বৈষম্য নিয়েও একাধিক বার সরব হয়েছেন যাত্রীরা। কিন্তু সে কথায় কর্ণপাত করেনি রেল। দাবি নিত্য যাত্রী সুব্রত পালের। এবার যাত্রীদের হয়ে সাংসদে সরব হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বুধবার অধীর রেলভাড়ার এই বৈষম্য তুলে ধরেন লোকসভার অন্যতম চেয়ারপারসন কীরিট প্রেমজীভাই সোলাঙ্কির কাছে। তাকেই অনুরোধ করেন বিষয়টি দেখতে। অধীরের অনুরোধে রেলভাড়ার বৈষম্য ঘুচবে বলে আশাবাদী নিত্য যাত্রীরা।
খাগড়াঘাট লাইনের ট্রেন ভাড়ার বৈষম্য নিয়ে লোকসভায় সরব অধীর
Published By: Madhyabanga News |
Published On: