Adhir Chowdhury: পরিযায়ী শ্রমিকদের জন্যে রাষ্ট্রপতির দরবারে অধীর

Published By: Imagine Desk | Published On:

ফেসবুকে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে তথ্য চাইলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ

নিজস্ব প্রতিবেদনঃ ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার একের পর এক পরিযায়ী শ্রমিক Migrant Worker হেনস্থার খবর আসছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ Murshidabad জেলারও অনেক পরিযায়ী শ্রমিক এই সমস্যার শিকার হয়েছেন। এই সপ্তাহেই মুর্শিদাবাদ জেলা পুলিসের সক্রিয়তায় উত্তর প্রদেশ থেকে ১৮ জন পরিযায়ী শ্রমিককে জেলায় ফিরিয়ে আনা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী Adhirranjan Chowdhury। এর জন্যে একটি ভিডিও বার্তায় শ্রমিকদের কাছ থেকে তথ্যও চাইলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে আগামীকাল, বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা হবে অধীরের। তিনি জানান, ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিক ভাই-বোনেরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অথচ সেগুলো সরকারের কাছে পৌঁছয় না।

Adhir chowdhury Congress

Adhir Chowdhury মঙ্গলবার অধীরবাবু বলেন, আমি আগামীকাল ১১ টা ৪৫ মিনিটে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছি। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতের যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অত্যাচারের শিকার হচ্ছেন, তাঁদের বিষয়টাকে সমাধান করবার জন্যে দরবার করব। আমি মনে করি, মানুষের সমস্যার কথা যদি না তুলে ধরা হয় তাহলে সেই সমস্যার কথা আমরাই জানব। কিন্তু সেই সমস্যা সমাধানের জন্যে কোনও প্রকৃত প্রচেষ্টা হবে না। তাই রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা। এই সুযোগে আমি চাইছি, বাংলার পরিযায়ী শ্রমিকরা কোন কোন রাজ্যে আছেন, তাঁদের কী কী সমস্যা হচ্ছে জানতে। আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের সমস্যার কথা জানান, তাহলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তাঁর দৃষ্টি আকর্ষণ করবো। শুধু বসে থাকলে হবে না। দাবি করলে সব সমস্যার সমাধান হয় না আমি জানি। তবে অনেক সমস্যার সমাধান হয় তাও জানি। অধীরবাবু শ্রমিকদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁদের সমস্যাগুলো ও নির্দিষ্ট অসুবিধার তথ্য কমেন্ট বা মেসেজের মাধ্যমে সরাসরি জানান। তিনি আশ্বাস দিয়েছেন, এই তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরার সররকম চেষ্টা করবেন।

See also  মুর্শিদাবাদে ESI হাসপাতাল, বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনায় আশ্বাস বেচারামের