Adhir with Governor আরজি কর কান্ডে এবার রাজ্যপালের দারস্থ হলেন অধীর চৌধুরী Adhir Ranjan Chowdhury । বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের C. V. Ananda Bose সঙ্গে দেখা করেন অধীর। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতারা। ছিলেন প্রদীপ ভট্টাচার্যও। এদিনই আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন , “শকিং ! এরকম নির্মম ঘটনা নজিরবিহীন। এটা বাংলার লজ্জা, দেশের লজ্জা, মানবতার লজ্জা। তবে, এটা প্রথম নয়। সাম্প্রতিক অতীতে বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে। রিপোর্ট চাওয়া হয়েছে। যেখানে দেশ এগিয়ে চলেছে, সেখানে বাংলায় এধরনের ঘটনা ঘটছে। অথচ, রবীন্দ্রনাথ ঠাকুর ‘চিত্ত যেথা ভয় শূন্য’-র কথা বলেছিলেন। আজ সেই বাংলায় এরকম ঘটনা ঘটছে। মহিলাদের উপর অত্যাচার বেড়ে চলেছে। সরকারকেই দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে হবে। সমাজকে অপকাজের বিরুদ্ধে একতা থাকতে হবে। বাংলা তথা ভারতে মহিলাদের নিরাপদে থাকা সুনিশ্চিত করতে হবে। আমাদের একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকতে হবে।”
Adhir with Governor বুধবার কলকাতায় মিছিলও করে কংগ্রেস। অধীর চৌধুরী বুধবার বলেছেন, “ এখানকার পুলিশ তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছে ৷ তারা যে বয়ান দিচ্ছে, তখন তাদের চোখমুখ দেখলেই বোঝা যাচ্ছে তারা কিছু লুকোচ্ছে ৷ এরাই তো কামদুনি, হাঁসখালি ঘটনার এদিক ওদিক করার নায়ক ৷ পুলিশ নির্যাতিতার পরিবারদের ধমক দিয়েছে ৷ আসলে পুলিশকে দিয়েই অপরাধীরা ধমক দেওয়ায়।”
মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর চৌধুরী বলেছেন, “ সারাভারত জুড়ে আন্দোলন হচ্ছে ৷ নিন্দার ঝড় বইছে ৷ বাংলার মহিলা মুখ্যমন্ত্রী কী করছেন ? হৃদয়হীন, অনুতাপহীন এক মহিলা মুখ্যমন্ত্রীকে দেখছি আমরা ৷ লজ্জা লাগছে। লজ্জা লাগছে ৷ সেরা পুলিশ তৈরি করে লালবাজার ৷ সেই সেরা পুলিশ অপরাধীকে জেরা করে বাকি অপরাধীদের খোঁজ পাওয়ার ক্ষমতা হল না !” ।