মহুয়া টাকা নিয়েছে প্রমাণ আছে ? বিজেপিকে তোপ অধীরের

Published By: Madhyabanga News | Published On:

রিয়া সেন, বহরমপুরঃ  কৃষ্ণনগরের  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বৃহস্পতিবার বহিষ্কারের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। তবে কমিটির সুপারিশ নিয়ে মুখ খুলেছেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার সকালে মহুয়া এক্স হ্যান্ডেলে লেখেন, “ প্রথমে বহিষ্কার করা হবে। তারপর সরকারকে বলবে, সিবিআইকে প্রমাণ খুঁজে আনতে পাঠানো হোক । শুরু থেকে শেষ অবধি ক্যাঙ্গারু কোর্ট আর টাকার লেনদেন”। ঘন্টা দুয়েকের মধ্যেই শুক্রবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন থেকে মহুয়ার সুরে সুর মেলালেন অধীর। তিনি বলেন, “মহুয়া মৈত্র যে টাকা নিয়েছে তার প্রমাণ আছে? ওদের মনে হলো, প্রশ্ন যখন করেছে টাকা নিয়েছে। ওরা বিনা টাকায় প্রশ্ন করে না। তাই ওরা ধরেই নিয়েছে মহুয়া তাঁদের এক বেঞ্চের পাবলিক”। মহুয়ার সাজার সুপারিশকে ‘ফাঁসি’র সঙ্গেও তুলনা করেছেন অধীর। লোকসভায় কংগ্রেসের দলনেতা  বলেন , টাকা নিয়েছে তার তথ্য প্রমাণ কিছু নেই। বিজেপির ভরসা সিবিআই আর  ইডি। সত্যি মিথ্যে তাঁরা খুঁজে বের করবে। তার আগেই মহুয়ার সদস্যপদ খারিজ হবে কেন সে প্রশ্নও তোলেন বহরমপুরের সাংসদ। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন, কৃষ্ণনগর থেকেই ভোটে দাঁড়াবেন তিনি। জিতবেন দ্বিগুণ মার্জিনে। শুক্রবার লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট পাঠানো হবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। সংসদের আগামী অধিবেশনে স্পিকার সেই প্রস্তাব পেশ করবেন । বিরোধীরা সুপারিশ নিয়ে আলোচনা করতে চাইলে স্পিকার আদৌ তাতে সায় দেবেন কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।