পুজোর আগেই বহরমপুর বাইপাস চালু করুন , গডকরিকে অনুরোধ অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ২০০৯ সাল থেকেই চলছে বহরমপুর বাইপাসের পরিকল্পনা। কেটে গিয়েছে দীর্ঘ সময়। অবেশেষে বাইপাসের আশা পূরণের পথে। দ্রুত বাইপাস চালুর দাবি নিয়েই  বহরমপুরের সাংসদ  অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার  ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কারির সাথে  বৈঠক করেছেন।  বৈঠকে অধীর দাবি জানান,   আগামী দুর্গোৎসবের আগেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর বাইপাস চালু করতে হবে।  ভাগীরথী নদীর ওপর নির্মীয়মান সেতু এবং ভাবতার রেললাইন সংলগ্ন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিও জানিয়েছেন তিনি।

বহরমপুর থেকে চার কিলোমিটার দূরে বলরামপুরে শুরু হচ্ছে এই বাইপাস । সেখান থেকে মানকরা হয়ে ভাগীরথীর ওপর দিয়ে বাসুদেবখালি হয়ে খাগড়াঘাট স্টেশনে পাশ দিয়ে ফতেপুরের কাছ পর্যন্ত প্রায় ১১ কিমি রাস্তা তৈরির কাজ শেষের মুখে। ভাগীরথীর ওপর দ্বিতীয় সেতুর একটি লেনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এখনও উদ্বোধন না হওয়ায় ভারি যান চলাচল করতে পারছে না। নেই ট্রাফিক ব্যবস্থাও। দ্রুত বাইপাস চালুর ঘিরে আশাবাদী জেলার মানুষও।