Adhir Remal রেমাল ঘূর্ণিঝড়ের মাঝে দুর্যোগ মোকাবিলা নিয়ে রাজ্য সরকারকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর Adhir Chowdhury । সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, ভোট নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী । বিপর্যয় মোকাবিলায় পথে নামতে হচ্ছে সাধারণ মানুষকেই। রেমাল মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অধীর।
Cyclone Remal রেমাল নিয়ে আগে থেকে সতর্কতা থাকলেও প্রস্তুতি নেয় নি রাজ্য, দাবি অধীরের। অধীর বলেছেন, ” আইলা থেকে আমফান। রাজ্যে সাইকলোন যখিন এসেছে তখনই বলা হয়েছে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরও শক্তিশালী করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি, টাকা মাটি- মাটি টাকা। তাই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্বপ্রাপ্ত ইরিগেশন দপ্তরের। সেখানে চুরি হয় না। ডাকাতি হয়। তাই প্রাকৃতিক দুর্যোগে মানুষকে পরিস্থিতির শিকার হতে হয়” ।
অধীরের সওয়াল , ” এখানে ডিজাজস্টার ম্যানেজমেন্টের কী হল ? সুন্দরবনে লবণ জল প্রবেশ করেছে। জমি নষ্ট হয়েছে। কলকাতা জলের তলায়” । অধীর এদিন সরাসরি রাজ্যসরকার, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। অধীর বলেছেন, “ দিদি ভোট নিয়ে ব্যস্ত। রেমল সামলাবে কে ? রেমাল সামলাচ্ছে সাধারণ মানুষ। কোন প্রশাসন নেই। মানুষের রুটি রুজি সব শেষ। ঘরবাড়ি, চাষের জমি শেষ। দিদিকে দেখে ভোট দিতে বলা হচ্ছে”।
অধীরের তোপ, “রেমালকে নিয়ে ছেলেখেলা করলেন আপনি। এতোদিন ধরে আলোচনা চলছে মিডিয়ায়। কী প্রস্তুতি আপনার বলুন ? দিশাহীন সরকার। তাই প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্যোগ বাড়ছে”।
রবিবার রাতে রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে রবিবার রাতের পর সোমবার রেমালের শক্তি কমছে। তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। তবে রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতর একাংশও বিপর্যস্ত। কাকদ্বীপে বাঁধে ফাটল। সুন্দরবনের হাতানিয়া দোয়ানিয়া নদী এবং মুড়িগঙ্গার সংযোগস্থলে বাঁধে ফাটল দেখা গিয়েছে । প্রায় ৪০০ মিটার এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ ।