Adhir Ranjan Chowdhury রাজ্যে রাজ্যে বাংলাদেশী ধরার নামে বাংলার বাঙালীদের উপর নির্যাতনের প্রতিবাদে বহরমপুরে পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হয় মিছিল। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন রাজ্যে বাঙালী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। এই ইস্যুতে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার বহরমপুরের পথে কংগ্রেস।
Adhir Ranjan Chowdhury পরিযায়ী ইস্যুতে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ রাজ্যে রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা, বাংলাদেশির নামে তাদের ওপরে নির্যাতন হচ্ছে। সেই নির্যাতনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াক রাজ্য। এখানে কুমীরের কান্না না কেঁদে যেখানে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে সেইসব রাজ্যের সাথে কথা বলুন। আমলাদের পাঠিয়ে রক্ষা করুন, পরিসংখ্যান তৈরি করুন ভারতবর্ষের কোন রাজ্যের কত পরিযায়ী শ্রমিক আছে তা আমাদের জানানো হোক।