এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Ranjan Chowdhury ওড়িশার সম্বলপুরে গেলেন অধীর চৌধুরী, কথা বললেন পরিযায়ীদের সাথে

Published on: January 4, 2026
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury  প্রতিবেশী ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক বহু দিনের।  প্রতিবেশী রাজ্য হওয়ায় বহু মানুষ বাংলা থেকে কাজ করতে যান, অথচ সেখানেই এখন বাঙালি, বাংলাভাষীদের ওপর অত্যাচার, হেনস্থা, এমনকি পিটিয়ে খুনের  অভিযোগ উঠছে। যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী Adhir Ranjan Chowdhury  । এই সব নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন। ওড়িশা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও এই নিয়ে তিনি কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- Adhir Chowdhury “নতুন ঠিকানা হল, কিন্তু ব্যাখ্যা হওয়া উচিৎ!” হুমায়ুনের নতুন দল প্রসঙ্গে অধীর

Adhir Ranjan Chowdhury ওড়িশায় পরিযায়ীদের কথা শুনলেন অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury  রবিবার ৪ জানুয়ারি ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। ওড়িশায় আক্রান্ত হচ্ছে একের পর বাঙালী পরিযায়ী শ্রমিক। দুষ্কৃতি হামলায় প্রাণ গিয়েছে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিযায়ীদের নিরাপত্তা চেয়ে ওড়িশায় গেলেন অধীর। রবিবার প্রথমে তিনি যান সম্বলপুরে। যেখানে পিটিয়ে খুন করা হয়েছিল জুয়েল রানাকে। সেখান থেকে তিনি স্থানীয় কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে পেন্সিল মোড় লেবার চকে বাঙালী পরিযায়ীদের সাথে কথা বলেন। পরিযায়ীদের সমস্যার কথা শোনেন।

Adhir Ranjan Chowdhury  পরিযায়ীদের কী আশ্বাস দিলেন অধীর চৌধুরী ?

Adhir Ranjan Chowdhury   পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করে অধীর চৌধুরী বলেন, ” যদি এখানে কোন সমস্যা হয় তাহলে সোজা এখানকার কংগ্রেস পার্টি অফিসে চলে আসবে।  ওখানে অমিত গুরু আছেন তাঁকে বলবে। সে যদি না পারে আমাকে বলবে। যা করার আমি চেষ্টা করব। দুশ্চিন্তা করো না কিন্তু অসতর্কও থেকো না। কারণ এইগুলো এইভাবে চলতে দেওয়া যাবে না। যেখানে যেখানে যা বলার করার আমি চেষ্টা করে যাব। এতদূর যখন আসতে পেরেছি, অনেক দূর যেতে পারব। সম্বলপুরের ঘটনা নিয়ে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। এখানকার যে এম পি, মন্ত্রী তাকেও আমি বলব। দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব, তোমাদেরকে নিয়ে।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now