এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Ranjan Chowdhury চেনা ছন্দেই ফের মমতাকে নিশানা অধীরের

Published on: June 28, 2024
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury অধীর চৌধুরী  আবার বহরমপুরে Berhampore  ফিরে চেনা ছন্দে রাজনীতির ময়দানে। শুক্রবার বেলা ১২ টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূল বিরোধিতায় তাঁর পুরোনো মেজাজে ফিরলেন।  হকার উচ্ছেদ থেকে সরকারি জায়গা জমি দখল নিয়ে সাম্প্রতিক রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee – Chief Minister of West Bengal তথা রাজ্য সরকারের কড়া সমালোচনা অধীরের মুখে । অধীর যে তাঁর পুরোনো রাজনৈতিক পথেই রয়েছেন সেটা বারবার বুঝিয়ে দিলেন ।

Adhir Ranjan Chowdhury  ভোটে হারের পর দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে ৭  জুন দিল্লি উড়ে গিয়েছিলেন অধীর। ৮ জুন যোগ দেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায়।  তারপর থেকে ছিলেন দিল্লিতেই। কলকাতায় ফিরে প্রদেশ কংগ্রেসের সভায় যোগ দেন অধীর। এরপর ফেরেন বহরমপুরে।   অধীর মুর্শিদাবাদ  জেলায় ফিরতে জেলা কংগ্রেস ভবনে ভিড় জমিয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্তের নেতা কর্মী থেকে সমর্থকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now