Adhir Ranjan Chowdhury বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন সাংসদ জানান- তাঁকে মারার চেষ্টা হয়েছিল! কার মদতে? নাম না করেই কার দিকে ইশারা করলেন অধীর? কে করেছিল তাঁর জীবননাশের চেষ্টা? আর কী অভিযোগে সরব হলেন অধীর। কী বললেন? এদিন সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘ এই অধীর চৌধুরীকে মারার জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামীকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি। আমি নাম করছিনা। যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাব। ‘
Adhir Ranjan Chowdhury এখানেই শেষ নয়! জেলখানার পরিবেশ নিয়েও বিস্ফোরক দাবি করেন অধীর। বলেন, ‘ জেলখানার ভেতরে বসে থাকা আসামীকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং প্রতিনিয়ত জেলখানায় ইন্টার্ভিউয়ের নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। জেলখানা থেকে বার করে দেব, মেরে আবার ঢুকিয়ে দেব জেলে- এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো ঘটনা নয়! যারা জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেড়িয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না ! এটা কিন্তু অবাস্তব নয়। অকল্পনীয় নয়।’
Adhir Ranjan Chowdhury তিনি আরও বলেন, ‘ আমাকে মারার চেষ্টা হয়েছিল। অধীর চৌধুরী কাউকে মিথ্যা কথা, বিভ্রান্ত করার কথা বলে না রাজনীতিতে। ‘
Adhir Ranjan Chowdhury অধীর রঞ্জন চৌধুরীর এই বিস্ফোরক মন্তব্য, অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। অধীরের ইশারায় প্রাক্তন কোন পুলিশ কর্তা? তুঙ্গে চর্চা।