এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Ranjan Chowdhury: কেন্দ্রশাসিত মুর্শিদাবাদ নিয়ে কী দাবি অধীর চৌধুরীর ?

Published on: July 27, 2024
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury সাংসদে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) মালদা, মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবিতে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। সাংসদের পর একই দাবি সোনা গিয়েছে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী সঙ্কর ঘোষের (Gouri Sankar Ghosh) গলাতেও। এনিয়ে এবার আসরে প্রাক্তন সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) তিনি জানান, “কে কোথায় ব্যাক্তিগত ভাবে কী বলেছে আমি জানিনা। কে ব্যাক্তিগতভাবে পার্লামেন্টে কী বলল, কে কী বাজারে বলল। তার জন্য আমাদের সমর্থন করতে হবে হ্যাঁ বলতে হবে এমন কোন মানে নেই”। এরই সঙ্গে তিনি আরও সংযোজন করে বলেন, “মুর্শিদাবাদে সংখ্যালঘু বলতে যা বোঝাই বা মুসলমান বলতে যা বোঝাই তার সংখ্যা আজ থেকে নই। স্বাধীনতার আগে থেকেই বরাবর সেখানে। তাই দু’দিন পর মুর্শিদাবাদে স্বাধীনতা এসেছে। কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে ছিল“।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now