মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে অধীরকে পুলিশি বাঁধা। শুক্রবার বহরমপুরে ভাগীরথী মিল্ক ইউনিয়নে কংগ্রেসের প্রতিবাদ ও ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় ১৪৪ ধারাও। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে ভাগীরথী কো-অপারেটিভে ঢুললেন অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতা কর্মীরা।
ভাগীরথী মিল্ক ইউনিয়নে বহু দুগ্ধ চাষি দুধ বিক্রি করে জীবিকা চালাতেন। তবে গত কয়েক বছরে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন। এর জেরে সমস্যায় পড়েছে দুগ্ধ চাষিরা। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে ডেপুটেশন ও প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস নেতাকর্মীরা। এদিন মিছিল করে অধীর চৌধুরীর নেতৃত্বে দুগ্ধ চাষি ও কংগ্রেস নেতা কর্মীরা ভাগীরথীর সামনে গেলে, গেটের বাইরে তাঁদেরকে আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পরেন খোদ অধীর চৌধুরীও। কার্যত ব্যারিকেড সরিয়ে অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতা কর্মীরা ভাগীরথীর ভেতরে ঢোকেন। এঘটনায় প্রশাসনের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী।