কাল মুর্শিদাবাদের শমসেরগঞ্জের বিড়ি মহল্লায় যাবেন অধীর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, সমশেরগঞ্জঃ রঘুনাথগঞ্জের পর সমশেরগঞ্জ। ফের বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে পদযাত্রা করবেন বহরমপুরের সাংসদ। সমশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ বলেন, ” বিড়ি শ্রমিকরা বঞ্চিত। মালিকরা শ্রমিকদের শোষণ করছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সবথেকে বেশি বিড়ি শ্রমিক আছেন। একইভাবে তারাপুর হাসপাতাল যা বিড়ি হাসপাতাল নামে পরিচিত। সেই হাসপাতালও কেন্দ্রের অবহেলার শিকার। একজন চিকিৎসকও সেখানে নেই।” আর তারই প্রতিবাদে শনিবার পুরনো ডাকবাংলা মোড়ে পদযাত্রায় সামিল হবেন অধীর, দাবি ইমামের।তবে রাজনৈতিক মহলের দাবি, লোকসভা নির্বাচনের আগে জনমত যাচাইয়ে নেমেছে কংগ্রেস। মুর্শিদাবাদের বিড়ি মহল্লায় বরাবরই রাজনীতির আনাগোনা। এই বিড়ি মহল্লাতেই শেষবারের জন্য সাংসদ হয়েছিলেন দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। রাজ্যের পালাবদলের প্রভাব থেকে মুক্ত নয় মুর্শিদাবাদও।সেই পথ ধরেই জাকির হোসেন, খলিলুর রহমানদের রাজনীতির অঙ্গনে প্রবেশ। সম্প্রতি সাগরদিঘির বিধায়ক হয়েছেন আর এক বিড়ি মালিক বাইরন বিশ্বাস। যদিও তিনি প্রথমে কংগ্রসের টিকিটেই জিতেছিলেন। ফলে বিড়ি মহল্লায় কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক আছে তা প্রমাণিত। কিন্তু বাইরনের দল বদলের পর সেই ভোট ব্যাঙ্কে কতটা ফাটল ধরেছে না কি এখনও সেখানে কংগ্রেসের উপরেই মানুষের আস্থা আছে তা যাচাই করতেই জনসংযোগের নামে অধীরের পদযাত্রা বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।