এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Humayun হুমায়ুনের মসজিদ নির্মাণকে ‘হাওয়া গরম’ বললেন অধীর

Published on: December 5, 2025
Adhir Humayun

Adhir Humayun ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বেলডাঙায় (Beldanga) মসজিদ নির্মাণকে ‘হাওয়া গরম’ বললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী (Adhir Chowdhury)।  তিনি বলেন, দিদি পথ দেখিয়েছেন। এখানে মন্দির, মসজিদের অভাব নেই। সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে দুর্গোৎসব হচ্ছে, জগন্নাথ মন্দির হয়েছে। এগুলি তাঁর প্রতিফলন। রাজনীতির জন্যে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Humayun kabir পুলিস অনুমতি না দিলেও…, হুঁশিয়ারি হুমায়ুনের

Adhir Humayun মঞ্চের কাজ শুরু হয়ে গিয়েছে

Adhir Humayun এদিন সকাল থেকেই বেলডাঙায় তুমুল ব্যস্ততা। বাঁশ এসেছে লরিতে। বাঁশ পোঁতার কাজ চলছে। মঞ্চের কাজ শুরু হয়ে গিয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেখানে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা টহল দিচ্ছেন। নেমেছে রাজ্য পুলিসের র‍্যাফও। আগামীকাল শনিবার এখানে নতুন মসজিদের শিলান্যাস হওয়ার কথা। দুপুর ১২ টায় অনুষ্ঠান শুরু। ইতিমধ্যে এই মসজিদ নির্মাণকে সংবিধান বিরোধী দাবি করে জনস্বার্থ মামলাতে কলকাতা হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করেনি। ফলে হুমায়ুনের কোনও আইনি বাধা নেই। রাজ্য সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। সহায়তা করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। হুমায়ুন কবিরকেও আইন শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

Adhir Humayun উল্লেখ্য, বৃহস্পতিবার হুমায়ুনকে তৃণমূল বহিষ্কার করে সেই ঘটনায় অধীর জানিয়েছিলেন, দিদি জানেন হুমায়ুনকে আর কোনও কাজে লাগবে না। এদিকে, হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ লক্ষ লোক হবে। বাবরি মসজিদের দিন ৬ ডিসেম্বর, শনিবারকে ওই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্যে বেছে নিয়েছেন হুমায়ুন। সারা দেশের নজর কালকের অফ কর্মসূচির দিকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now