Adhir Disappointed আরজি কর RG Kar কাণ্ডের প্রতিবাদে ঝড় রাজ্যজুড়ে । প্রতিদিন হচ্ছে মিছিল। দাবি একটাই, দোষীদের কঠোর শাস্তি প্রদান। ১৬ দিন অতিক্রান্ত হলেও এখনও চলছে তদন্ত। সেই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করল বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী Adhir Ranjan Chowdhury । রবিবার তিনি প্রশ্ন তুলেছেন , গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো ?
অধীর বলেছেন, “ গোটা ঘটনায় প্রথম দিন থেকেই সন্দেহের দানা বাঁধছে”। তিনি বলছেন, “ চরম হতাশার মধ্যে আমরা রয়েছি। যেমন তাঁদের পরিবার। তেমন আমরাও হতাশ হচ্ছি। গোটা তদন্ত প্রক্রিয়াটাকে বিপথে চালিত করা হচ্ছে না তো ? গোটা তদন্ত প্রক্রিয়াকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো”।অধীরের অভিযোগ, একদিকে সুপ্রিম কোর্টে লক্ষলক্ষ টাকা খরচ করে আইনজীবি নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে রাজ্যে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারি ফরমান জারি হচ্ছে।অধীরের দাবি, ঘটনার আগে হাসপাতালে যাতায়াতকারী প্রভাবশালীদের খুঁজে বের করা উচিত।