এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Chowdhury Salar: সালার কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা অধীরের

Published on: October 21, 2025
Adhir Chowdhury Salar

গণধর্ষণে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, প্রশাসনকে বার্তা কংগ্রেস নেতার

নিজস্ব প্রতিবেদনঃ সালারে কিশোরীকে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মঙ্গলবার তিনি নির্যাতিতার গ্রামে যান। নারী নির্যাতনের ঘটনায় দুষ্কৃতীরা সমাজের মুখ পুড়িয়েছে বলে জানান অধীর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ Fake Account Murshidabad: বড় অভিযান, ১০০০ অ্যাকাউন্ট সরানো হল…

Adhir Chowdhury Salar

অধীর বলেন, এখানকার প্রশাসনকে একটি কথা বলব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আপনারা প্রমাণ করে দিন যে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আপনারা কিছু করলেন। যাতে এখানকার মানুষ ভরসা পায়। যেন বলা যায় এখানকার প্রশাসন দক্ষ। তবে এরপর অধীর অভিযোগ তোলেন, প্রশাসন বলে বাংলায় কিছু নেই। তা থাকলে সারা বাংলা জুড়ে এই বর্বরতা হতো না। অপরাধীরা রাজনৈতিক যোগাযোগের কারণে বারবার বেঁচে যাচ্ছে। প্রশাসন চাইলেও এখানকার পুলিসের কী করার ক্ষমতা আছে আমার সে ব্যাপারে সন্দেহ আছে।

Adhir Chowdhury কংগ্রেস নেতার আরও অভিযোগ, এখানে অপরাধীরা কোনও না কোনওভাবে সরকারি দলের সঙ্গে ম্যানেজ করে নেয়। প্রমাণপত্র সব কিছু সঠিকভাবে কোর্টে পেশ করে দৃষ্টান্তমূলক শাস্তিকে নিশ্চিত করা দরকার। ধরলো আর ছাড়লো তাতে লাভ কী আছে? এরকম বাংলায় তৃণমূল নেতাদের ধরছে আর ছাড়ছে। অনেক ধর্ষণকারীকে ধরেছে। ধর্ষণকারী ছাড়াও পেয়ে গিয়েছে। ছাড়া পেয়ে আবার ধর্ষণও করতে লেগে গিয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, তথ্য প্রমাণ জোগাড় করতে হবে আপনাদের। না হলে আর জি কর কাণ্ডের মতো আরেকটি কাণ্ড হয়ে থেকে যাবে বাংলায়।

Adhir Chowdhury এদিকে, সালার থানার (Salar PS) ওসি তুষার মজুমদার বলেন, গত ছয় অক্টোবর সালার থানার একটি জায়গায় একটি গণধর্ষণের খারাপ ঘটনা ঘটে। প্রথমে দুজনকে ও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now