সত্যেনকে খুন করেছে ‘আননোন ডেভিল’ দাবি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী খুনের পর তিন দিন কেটে গিয়েছে। এখনও অধরা দুষ্কৃতি। একইভাবে রেশন দুর্নীতি কান্ডের তদন্তে ওই এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি গিয়েছিলেন ইডি কর্তারা।  সেখানে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। আক্রান্তও হন ইডি কর্তা সহ সিআরপিএফ জওয়ানরা। সেই কান্ডে নাম জড়ায় এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের।অথচ কেন্দ্রের পুলিশ কর্তাদের উপর নজিরবিহীন আক্রমণের পরেও এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস  কার্যালয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন,“দিদি চাইছে না বলেই পুলিশ দুষ্কৃতিদের ধরছে না।“শাহজাহানের মতো দুষ্কৃতিকে ধরতে রাজ্যের দুঁদে পুলিশ কর্তাদের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করেন অধীর। তিনি দাবি করেন, “ এরা পুলিশের আশ্রয়ে থেকে অপরাধ করছে। এরা নোন ডেভিল। এদের ধরতে পুলিশের বিন্দুমাত্র সময় লাগা উচিত নয়। কিন্তু ধরবে না। কারণ দিদির অনুমতি নেই। আর সত্যেন  চৌধুরীকে মেরেছে আননোন ডেভিল।  সকলের কাছে পরিচিত নয়। তাই দুষ্কৃতি ধরতে পুলিশের কালঘাম ছুটছে। এরওর ঘাড়ে দোষ চাপাচ্ছে বহরমপুরের পুলিশ।“