Adhir Chowdhury বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় অধীর চৌধুরী

Published By: Madhyabanga News | Published On:

Adhir Chowdhury বাম ঘরনার বিরোধিতাই করেই আমাকে এগোতে হয়েছে। দিনের শেষে আমাকে একটা কথা সিকার করতেই হবে, একটি রাজনৈতিক ব্যাক্তি তার সমস্ত রাজনৈতিক জীবনে কখন সততা থেকে বিচুত্য হন নি। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের স্মৃতি চারনায় এমনই বললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

শেষ ২০১৬ সালে কলকাতার পার্ক সার্কাসে বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা হয়েছিল। অনেক সংঘাতের পরেও এক মঞ্চে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী (Adhir Chowdhury)। আর কী বললেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, “তাঁর ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে আবার নাও থাকতে পারে। আমি কংগ্রেসের বিধায়ক ছিলাম। প্রথম থেকেই আমাকে বাম ঘরনার বিরোধিতা করেছি। দিনের শেষে একটা কথা আমাকে স্বীকার করতে হবে। তাঁর সমস্ত রাজনৈতিক জীবনে তিনি রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি”।