Adhir Chowdhury Rahul Gandhi: অবশেষে রাহুল গান্ধীর দেখা পেলেন অধীর। কী বললেন ?

Published By: Madhyabanga News | Published On:

Adhir Chowdhury Rahul Gandhi এক সময় তিনি ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। লোকসভায়  বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের এক নম্বর মুখ।  এখন সেই স্থান নিয়েছেন  রাহুল গান্ধী Rahul Gandhi । তবে রাহুল কংগ্রেসের গন্ডি পার করে  লোকসভায় বিরোধী দলনেতা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে  রাহুল গান্ধীর সাক্ষাৎ পেলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী Adhir Ranjan Chowdhury ।শুক্রবার অধীর জানান, বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী হয়েছে আলোচনা। পশ্চিমবঙ্গে নজর দেওয়া দরকার। বাড়াতে কংগ্রেসের রাজনৈতিক কর্মকান্ড। বলেছেন রাহুল।  অধীরের দাবি, রাজ্যে যেখানে প্রয়োজন সেখানে অধীরকে যেতেও বলেন রাহুল। অধীরের দাবি, রাহুল বলেছেন যে লড়াইয়ে হার জিত থাকেই।

প্রদেশ কংগ্রেস সভাপতি বদল নিয়ে চর্চার মাঝে এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।  প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়ে আগে অধীর সহ রাজ্যের কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠক করে কংগ্রেস হাই কমান্ড। সেই বৈঠকে অধীরকে “প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি” বলে সম্বোধন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর । এই নিয়ে হয় জলঘোলাও ।  ৩০ জুলাই কংগ্রেসের হাই কমান্ডের বিরুদ্ধে তোপ দাগেন  অধীর চৌধুরী। সেদিন অধীর জানিয়েছিলেন, দেখা করতে চান রাহুল গান্ধীর সঙ্গেও। কিন্তু সংসদ চলায় সময় দিতে পারেন নি রাহুল গান্ধী। অবশেষে অধীর পেলেন রাহুল গান্ধীর সাক্ষাৎ । অন্যদিকে,  প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে এখনও সামনে আসেনি হাই কমান্ডের মতামত।