Adhir Chowdhury Minakshi: অধীরের মনোনয়নে সিপিএমের ক্যাপ্টেন মিনাক্ষী

Published By: Madhyabanga News | Published On:

Adhir Chowdhury Minakshi পথে হল দেরি । কিন্তু তাতে কী ? দেরির মাশুলে প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে তুলে দিলেন ফুলের তোড়া। জোড়া ফুল আর ঘাসফুলকে হারাতে ফুল দিয়েই জানালেন শুভেচ্ছা। বহরমপুরে অধীর চৌধুরীর মনোনয়নে শামিল হলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।

এদিন  বহরমপুরে  টেক্সটাইল মোড় থেকে কংগ্রেস, সিপিএম কর্মীদের নিয়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে এসে মনোনয়ন জমা দেন অধীর। সেই মিছিলেই থাকার কথা ছিল মিনাক্ষী মুখার্জির। তবে সিপিএম সূত্রে খবর, ভগবানগোলায় দলের কর্মসূচী থাকায় হয় দেরি। মিছিলে না থাকতে পারলেও জেলা প্রশাসনিক ভবনে গিয়ে অধীর চৌধুরীকে শুভেচ্ছা যানান  মিনাক্ষী মুখার্জি , ধ্রুবজ্যোতি সাহা।