Adhir Chowdhury মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী Adhir Chowdhury। নওদার দমদমা শ্যামনগর এয়াকায় তাঁর কনভর ঘিরে ধরে চলল বিক্ষোভ ও শ্লোগান। বিক্ষোভের পাশাপাশি উঠল ‘গো ব্যাক’ আওয়াজ। শনিবার সকালে নওদায় প্রচারে যান অধীর চৌধুরী। নওদার দমদমা শ্যামনগর থেকে প্রচার শুরু হওয়ার কথা ছিল। এলাকায় অধীর চৌধুরীর কনভয় পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তার দেহরক্ষী ও পুলিশ কোন রকমে সামাল দেন। তাদের সাথে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। এদিন বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায় নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান সেখকে। কংগ্রেস কর্মীরা পাল্টা প্রতিরোধ গরে তোলেন। বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর প্রচার শুরু করেন অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী Adhir Chowdhury অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর উস্কানিতেই তার উপর হামলা। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলেন দাবি অধীরের।
গত শনিবার বহরমপুর শহরে অধীর চৌধুরীকে গো ব্যাক শ্লোগান শুনতে হয়। এরপর গত সোমবার সাটুইয়ে প্রচারে যাওয়ার সময় অধীর চৌধুরীকে গো ব্যাক শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা। এবার নওদাতেই একই ছবি। ভোটের দিন যত এগিয়ে আসছে তাপমাত্রার পারদের সাথে সাথে বাড়ছে বহরমপুর লোকসভায় রাজনৈতিক উত্তাপও।