Adhir Chowdhury মুর্শিদাবাদে এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে। রবিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনের সামনে মঞ্চ বেঁধে অধীর চৌধুরীর উপস্থিতিতে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান সভা হল। সেই যোগদান সভায় সামশেরগঞ্জ Samserganj ও ভগবানগোলা থেকে বহু তৃণমূল নেতা কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। যদিও শাসক তৃণমূলের পাল্টা কটাক্ষ রাস্তা থেকে কয়েকজনকে ডেকে এনে কংগ্রেসের পতাকা ধরিয়েছেন অধীর চৌধুরী।
Adhir Chowdhury যোগদান ঘিরে কংগ্রেস তৃণমূল তরজা শুরু হয়েছে। সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের ALL INDIA TRINAMOOL CONGRESS প্রতীকে জেতা হুমেরা বিবির স্বামী তৃণমূল জেলা সহসভাপতি তাসিরুদ্দিন আহম্মেদ সহ আড়াইশো জন এদিন কংগ্রেসে যোগদান করেন। একই ভাবে ভগবানগোলা থেকে দেড়শো জন মতো কংগ্রেস কর্মী ও বিধানসভা উপনির্বাচনে আইএসএফ প্রার্থীও এদিন কংগ্রেসে যোগ দিলেন।