Adhir Chowdhury ওয়াকফ নিয়ে তৃণমূলকে খোঁচা কংগ্রেস নেতার
Adhir Chowdhury “ওয়াকফ (Waqf) আইন নিয়ে এ রাজ্যে প্রতিবাদ করতে বাধা দিয়েছেন। কিন্তু সংসদে তৃণমূলের কোনও এমপি ওয়াকফ নিয়ে একটি কথাও বলেন না কেন?” তৃণমূলকে খোঁচা দিয়ে বুধবার দিল্লিতে এই প্রশ্ন তুললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী (Adhir Chowdhury)। আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া হবে না বলে এদিন জানিয়ে দিলেন তিনি। অধীর বলেন, “ইন্ডিয়া জোটে থেকে দিদি ট্রোজান হর্স হয়ে বিজেপির দালালি করেছেন। এই চোর, লুটেরাদের মানুষ থু থু করছে। এদের সঙ্গে কোনও বোঝাপড়া হতে পারে না।”
আরও পড়ুনঃ CPM Rally Berhampore বহরমপুরে CPM এর মিছিলে কী দাবি?
Adhir Chowdhury কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তোলায় এদিন তৃণমূলকে ফের খোঁচা অধীর চৌধুরীর। তিনি বুধবার বলেন, লড়াই করো ভাই। কে নিষেধ করেছে লড়াই করতে। এখানে তোমরা বলতে পারলে না যে ওয়াকফ আইন মেনে, ওয়াকফ আইনের জন্যে আজকে যেসব সম্পত্তি সংখ্যালঘু সমাজের অনিশ্চিত হয়ে পড়ছে সেই ওয়াকফের সময়সীমা ততটা বাড়ানো হোক, যতদিন না পর্যন্ত প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির বাংলার ডিজিটাল রেজিস্ট্রি হবে। অর্থাৎ নথিভুক্তি হবে। ওয়াকফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাঁর দলের লোকেদের কথা বের হচ্ছে না তো? পশ্চিমবঙ্গে মাত্র ১ শতাংশ ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে। বাকিগুলি সময় মতো নথিভুক্তি না হলে জরিমানা দিতে হবে। তৃণমূলের কোনও সাংসদের সংসদে কোনও কথা শুনলাম না।
Adhir Chowdhury ”দিদি এখানে বলছেন ওয়াকফ আইন নিয়ে কোনও আন্দোলন আমি বরদাস্ত করব না”
কংগ্রেস নেতা আরও বলেন, দিদি এখানে বলছেন ওয়াকফ আইন নিয়ে কোনও আন্দোলন আমি বরদাস্ত করব না। ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে যান। তাহলে দিল্লিতে দিদির দল কী করছে? ভোটের সময় পশ্চিমবঙ্গে বলবে আমি তোমাদের রক্ষা কর্ত্রী। এখানে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্যে সময়সীমা আরও বাড়িয়ে যাতে সংখ্যালঘু সমাজের অধিকারকে সুরক্ষিত করা হয় তার জন্যে একটি কথাও কেও ব্যয় করল না।















