Adhir Chowdhury শপথ বিতর্কে ফের রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সংঘাতে তৃণমূল। শপথের দাবিতে ফের বিধানসভার বাইরে ধর্নায় তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক। এবার এনিয়ে আসরে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও । অধীরের দাবি, সাধারণ সমস্যাকে জটিল করা হচ্ছে। খবরে থাকার জন্যই এই কান্ড ঘটাচ্ছে দুই পক্ষ। অধীরের কটাক্ষ, বাংলায় খবরই খবর বাকি সব বেখবর।
লোকসভা ভোটের সাথে সাথে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ঠা জুন। তবে এখনও শপথ নেওয়া হয়নি বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা Bhagawangola Assembly উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাথে সংঘাতের জেরে এখনও শপথ নেওয়া হয়নি দুই প্রার্থীর। তৃণমূলের দুই প্রার্থীর দাবি তাঁরা রাজভবনে নয়, বিধানসভায় শপথ নিতে চান। এনিয়েই এক সপ্তাহ ধরে চলছে চাপানউতোর। গত বুধবার থেকে কখনও বিধানসভার সিঁড়িতে, কখনও আবার আম্বেদকরের মুর্তির পাদদেশে ধর্নায় দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে Reyat Hossain Sarkar । মঙ্গলবার ফের দুজনের শপথের দাবিতে ধর্নায় বসলেন বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে। যদিও এনিয়ে এবার আসরে নামলেন অধীর চৌধুরী Adhir Chowdhury । মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে অধীর Adhir Chowdhury বলেছেন, এগুলো ইগোর লড়াই । দিদি বড় না রাজ্যপাল বড়। রাজ্যপাল বড় না রাজ্য বড়। উভয়েই একটা আলোচনা করলে সমস্যা মিটে যায়।