Adhir Chowdhury বাংলার নাগরিক সমাজ শিক্ষা দিচ্ছে রাজনৈতিক দলদের দাবি অধীরের

Published By: Imagine Desk | Published On:

Adhir Chowdhury R G Kar কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠেছে সমস্ত বাংলা জুড়ে। প্রতিদিন হচ্ছে মিছিল। চলছে স্লোগানিং। ১৭ দিন অতিক্রান্ত এখনও তদন্ত চলছে।  তদন্তের মাঝে সাধারণ নাগরিকদের যে প্রতিবাদের ঝড় উঠেছে।

সেই বিষয় নিয়ে সোমবার অধীর চৌধুরী বলেন, নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলগুলিকে সেখাচ্ছে কীভাবে আন্দোলন করতে হয়। তিনি আরও বলেন, “আমরা যেমন রাজনৈতিক দল হিসেবে প্রতিবাদ করি। পাশাপাশি নাগরিক আন্দোলনে সামিল হচ্ছি আমরা। ১৪ই আগস্ট রাত্রি দখলের যে আন্দোলন হয়েছিল সেখানেও অংশ নিয়ে ছিলাম আমরা”।

এর সঙ্গে আরও সংযোজন করে অধীর চৌধুরী বলেন, “আজকে বাংলার মা-বোনেরা যেভাবে আন্দোলন করছে। তাদের সমর্থন করছি আমরা। কারণ আজকের বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কীভাবে করতে হয়।”