Adhir Chowdhur কান্দিতে হাঁটলেন অধীর, থানায় ডেপুটেশন, ছুঁড়লেন চ্যালেঞ্জ
Adhir Chowdhur মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় কংগ্রেসের দীর্ঘ দিনের গড় বলে পরিচিতি কান্দির (Kandi)। এখানে জেলার বাকি ১৯টি বিধানসভার মতো এই বিধানসভাও এখন শাসকদলের দখলে। কান্দির মাটিতে দাঁড়িয়ে জেলা থেকে তৃণমূলকে সাফ করবার ডাক দিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি শুক্রবার বলেন, তৃণমূল যদি মনে করে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে মুর্খের স্বর্গে বাস করছে। আগামী বিধানসভায় এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি সাফ করে দেব আমরা। সাফ করে দেবেন এখানকার মানুষ।
আরও পড়ুনঃ Adhir Humayun হুমায়ুনের মসজিদ নির্মাণকে ‘হাওয়া গরম’ বললেন অধীর
Adhir Chowdhur বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে কান্দি ব্লক ও শহর কংগ্রেসের প্রতিবাদ মিছিল হল শুক্রবার। ওয়াকফ ছাড়াও এসআইআর, জমি , বালি মাফিয়ার অভিযোগে পথে নেমে প্রতিবাদ কংগ্রেসের। মিছিল করে কান্দি থানায় ডেপুটেশন দেওয়া হয়। থানার বাইরেই মঞ্চে মুর্শিদাবাদ প্রসঙ্গেও সুর চড়ান অধীর।
Adhir Chowdhury ৪ তারিখ বহরমপুরে জনসভায় ওয়াকফ ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন বিভ্রান্তি ছড়ানোর। পাল্টা কেন্দ্র- রাজ্যকে দুষলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
Adhir Chowdhury এদিন অধীর বলেন, আমি হেরেছি এতে আমার আপত্তি নেই। আমাকে হারাতে যে ষড়যন্ত্র হয়েছিল সেটা মানুষের জানা দরকার। এদিন পুরন্দরপুর থেকে কংগ্রেসের মিছিল কান্দি থানার সামনে পৌঁছায়। সেখানেই হয় অবস্থান বিক্ষোভ সভা। কান্দি থানায় দেওয়া হয় ডেপুটেশন।














