Adhir Chowdhury Bihar: পাটনায় প্রেসমিট করে সরকার বদলের ডাক অধীরের

Published By: Pabitra Tribedi | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ Adhir Chowdhury Bihar: পাটনায় প্রেসমিট করে সরকার বদলের ডাক অধীরের ।

বাংলায় কংগ্রেস শূন্য। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। বাংলায় কংগ্রেসের অবস্থা কী হবে তা এখনও নিশ্চিত করে বলার মতো পরিস্থিতি নেই।

Adhir Chowdhury Bihar  তার আগে বিহার ভোটে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর দুর্নীতির সরকারের বদলে জনগণের সেবার সরকার গড়ার ডাক দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীরকে (Adhir Chowdhury) নতুন দায়িত্ব দিয়েছে তাঁর দল। বিহারের বিধানসভা ভোটকে (Bihar Assembly Election) সামনে রেখে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যকে সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার পটনায় প্রদেশ কংগ্রেসের দপ্তরে সাংবাদিক Adhir Chowdhury on Bihar Electionবৈঠকে বিহার ইস্যুতে কী বললেন অধীর?

Adhir Chowdhury on Bihar Vote তিনি বলেন, “বিহারে এবার কংগ্রেস ও মহাগঠবন্ধনের যত সাথী আছেন সবাই মিলে আমরা বিহারকে সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য ‘২০ সাল বিনাশকাল’ এই ইশতেহার আপনাদের সামনে আমরা এনেছি।” এরপরেই অধীর বলেন, ” এই বিহার বুদ্ধ, মহাবীরের পুণ্যভূমি। গুরুগোবিন্দজি, সমস্তসাধু , সন্ত, সূফীদের পুণ্যভূমি হল বিহার। সেই বিহারের এইরকম অবস্থা হওয়া কাম্য নয়। বিহারে কোনও জিনিসের অভাব নেই। অভাব এই সরকার পরিচালনার।” বিহার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ” ভোট আসতেই আম জনতাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর যোজনা বানানো হয়। সরকারের কাছে আগে যখন এতোই টাকা ছিল তাহলে কেন এই সময় বোনেদের মন ভোলানোর জন্য ১০ হাজার টাকার ঋণ দেওয়ার বদলে ঋণের বোঝায় ফেঁসে থাকা এখানকার মা, বোনেদের ঋণ মুকুবের ঘোষণা করা হয় না?” অধীরের দাবি-” বিহারের অভাবকে লুঠ করতে চাইছে এরা। বিহারের গরীবী, আম জনতার অভাবকে ভোটের সময় শোষণ করতে চাইছে।”

Adhir Chowdhury on Bihar Election

আরও পড়ুনঃ Migrant Workers এবার বিহারেওমুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

See also  বহরমপুরে মিছিল ডেপুটেশন AIKKMS -র

Adhir Chowdhury Bihar: পাটনায়  তিনি বলেন, ‘Poverty and Penury is being exploited by this Government’. ভোটের আগেই কেন ঘোষণা হয়? কেন এক বছর, দু’বছর আগে করা হল না? আর এত ধন যখন সরকারের কাছে আছে তো মনরেগায় কেন ১০০ দিনের বদলে ৩৪ দিনের কাজ মেলে? কেন এখানে ২৫৫ টাকার মজুরি মেলে? সরকারের কাছে এতো পয়সা নেই! এই সরকার ঋণের বোঝায় ডুবে আছে। আর সাধারণ মানুষকেও ফাঁসাতে চাইছে” ।

Adhir Chowdhury Bihar:  অধীরের দাবী,  ভোটের আগে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদীজী নিজেই বিরোধ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ”  রেউরি কালচার দেশ থেকে খতম করা যাদের স্লোগান ছিল তারা বিহারে এসে রেউরি কেন বণ্টন করার চেষ্টা করছে? কারণ, ওরা জানে যে এবার বিহারের বিনাশ করতে করতে আম জনতাকে শাস্তি দেবেন। সেইজন্য ভয় পেয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা। আমরা চাই দুর্নীতির সরকারকে দূরে সরিয়ে এখানে জনগণের সেবা করার সরকার হবে।”