Adhir Chowdhury হকার উচ্ছেদ নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ২৭ জুন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এক মাস বন্ধ থাকবে হকার উচ্ছেদ অভিযান। তবে বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন শহরে হকার উচ্ছেদ চলছেই।
এনিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি লোকসভায় ভালো রেজাল্টের পর হাতির পাঁচ পা দেখেছেন মুখ্যমন্ত্রী। মনে করছেন যা খুশি করা যায়। মুখ্যমন্ত্রী অত্যাচারীর মানসিকতা নিয়ে একই ব্যক্তি নানা রকমের নির্দেশ দিচ্ছেন দিচ্ছেন।
এদিন অধীর বলেছেন, “লোকসভায় ভালো রেজাল্ট করার পর তৃণমূল ভাবছে, লোকে ভোট দিচ্ছে তাই যা খুশি করা যাবে। আলোচনা করে পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায়। কিন্তু জোর জুলুম করে যা খুশি করার মানসিকতা কেন তৈরী হচ্ছে”।
অধীরের অভিযোগ, অত্যাচারীর মানসিকতা অত্যাচার করার তাই অত্যাচার চলছে। মুখ্যমন্ত্রী নানা রকমের বার্তা দিচ্ছেন প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের মধ্যে চালাকি, প্রতারণা লুকিয়ে আছে তাই এই ধরণের ঘটনা ঘটছে”।