Adhir Chowdhury ” কোন পার্টি হতেই পারে, ভারতবর্ষের সংবিধানে যেকোন পার্টি যদি সংবিধান মেনে গঠন করে সেটা হতেই পারে। আমরা শুনছিলাম বাবরি মসজিদ হবে, হঠাৎ করে তার থেকে বেড়িয়ে পার্টি হচ্ছে , ভোট হবে! সব গুলিয়ে যাচ্ছে। ” মন্তব্য় বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর Adhir Chowdhury ।
আরও পড়ুন– Humayun Kabir “জোড়া ফুলে শূন্য করব” নতুন দল গড়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুনের
Adhir Chowdhury ২২ ডিসেম্বর দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দল ” জনতা উন্নয়ন পার্টি ” -র নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। তাঁর নতুন দল নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ” “নতুন প্ল্যাটফর্ম হল, নতুন ঠিকানা হল”।

আরও পড়ুন– Humayun New Party বিধানসভা ভোটে ৪ আসনে ৩ জন হুমায়ুন কবির
Adhir Chowdhury হুমায়ুনের নতুন দল নিয়ে কী বললেন অধীর চৌধুরী?
Adhir Chowdhury তৃনমূলে উল্লেখযোগ্য না হলেও উপেক্ষিত বেশ কিছু নেতা কর্মী হুমায়ুন কবীরের নতুন দলে যোগ দিয়েছেন বলেই জল্পনা রাজনৈতিক মহলে! যে প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ” করতেই পারে, একটা প্ল্যাটফর্ম হল। নতুন একটা ঠিকানা হল। বিভিন্ন দলের বা বিভিন্ন মানুষের কাছে যে একটা পার্টি। আমি সেই জায়গাটা বলছি না, আমি বলছি যে এই পার্টি করার আগে পর্যন্ত যে ভাবাবেগটা যে বাবরি মসজিদ হবে, তাতে আমি মানুষের ভাবাবেগ দেখেছি। মাথায় ইট নিয়ে মানুষকে আসতে দেখেছি। তারা কি পার্টি করতে এসেছিল? তা তো নয় বলে মনে হয়েছে আমার! তারা এসেছিল সেখানে মসজিদ তৈরি করতে। দেখা যাচ্ছে মসদজি তৈরির যে এজেন্ডা সেটা কি পিছনে চলে যাচ্ছে! সামনে পার্টি চলে আসছে! এটা কিন্তু আগামি দিনে প্রশ্নের মুখে দাঁড়াবে! তাহলে কি পার্টি আগে , মসজিদ পরে, কোনটা কার আগে পরে এটা কিন্তু প্রশ্ন দাঁড়াবে। এটার কিন্তু কোন সদুত্তর নেই মানুষের কাছে এটা ব্যাখ্যা হওয়া উচিৎ।”












