Adhir Chowdhury: সিবিআই তদন্তের গতি রুখতেই মুর্শিদাবাদে সিআইডি হানা, দাবি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ “ সিআইডি তদন্তের নামে সিবিআই তদন্তের গতিকে শ্লথ করে দেওয়া, রুখে দেওয়ার, থামিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে”, কান্দিতে বললেন সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । গরুচুরির তদন্তে নেমে শুক্রবার দিনভর মুর্শিদাবাদে তৎপর ছিল সিআইডি। এদিন সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কান্ডে ধৃত জেনারুল শেখকে ।

এনামুল ঘনিষ্ঠ জেনারুলকে এদিন জেরা করে সিআইডি । এরপরেই চলে রঘুনাথগঞ্জে জেএইচএম রাইস মিল অভিযান। অভিযানের পর এদিন বিকেলেই রাইস মিলটি সিল করে দেওয়া হয় । উল্লেখ্য, গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের ‘সোনার বাংলা’ হোটেল সিল করে দেয় সিআইডি।শুক্রবাত বিকেলে সিআইডি হানা দেয় নবগ্রামের জেএইচএম রাইস মিলে। সিআইডি’র তৎপতার পিছনে অবশ্য রাজনৈতিক অভিসন্ধিই দেখেছেন অধীর।

অধীর বলেন, “এই সিআইডি দিদির সিআইডি। সিআইডি এতোদিন ঘুমোচ্ছিল কেন ? মমতা ব্যানার্জির নির্দেশে এতোদিন সিআইডি কি নিষ্ক্রিয় ছিল ? সিআইডি তদন্তের নামে সিবিআই তদন্তের গতিকে শ্লথ করে দেওয়া চেষ্টা হচ্ছে”।