Adhir Chowdhury: সামসেরগঞ্জের ভাঙন নিয়ে ভাবছেন না মুখ্যমন্ত্রীঃ দাবি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মঙ্গলবার সকাল থেকে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জে ফের শুরু হয়েছে নদী ভাঙন। এদিন বহরমপুরে কংগ্রেসম অফিসে সাংবাদিক সম্মেলন করে অধীর দাবি করলেন, মুর্শিদাবাদ নিয়ে ভাবনা নেই  মুখ্যমন্ত্রীর, তাই ভাঙন মোকাবিলায় স্থায়ী কাজ হচ্ছে না। এদিন অধীর বলেন, ”  এখানে তো টাকা মাটি মাটি টাকা, এখন তো ভাঙ্গনের কাজ হবে না। ভাঙ্গন শেষ হোক সব শুকিয়ে যাক।  যে সমস্ত বোল্ডার ফেলা হয়েছে গঙ্গায় জলে সেই বোল্ডার গুলো মাথা উঁচু করে বলুক আমরা আছি তারপরে টেণ্ডার হবে ।  কারন সেই বোল্ডার গুলোকে আবার দুবার ফেলতে হবে” । অধীরের স্পষ্ট দাবি ভাঙন মোকাবিলার কাজে দুর্নীতি হচ্ছে।

অধীর বলেন, ”   আজকে সামসেরগঞ্জ মুর্শিদাবাদের ভুগোল থেকে মুছে যাচ্ছে দিদির মাথা ব্যাথা নেই। মুর্শিদাবাদকে দিদি উঠিয়ে দিতে চাইছে ।  মুর্শিদাবাদ জেলাটার নাম পালটাতে চাইছে। স্বাভাবিক ভাবেই মুর্শিদাবাদ নিয়ে দিদির ভাবনা নেই, তাই এই ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নেই” ।