Adhir Chowdhury: পদত্যাগ করুন মুখ্যমন্ত্রীঃ অধীর, ‘হিম্মত থাকলে তদন্ত’

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এবার নৈতিকতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী।
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং গরু পাচার মামলায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে মুখ্যমন্ত্রী নৈতিকতার জন্য পদত্যাগ করুন দাবি করলেন অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা অগ্নিকন্যার মুখে নীতি-আদর্শের কথা শুনতে চাই। তিনি ঘোষণা করুন, আমি মমতা ব্যানার্জি পদত্যাগ করলাম। আমি থাকলে পদত্যাগ করতাম। দায়িত্ব নিয়ে বলছি, আপনার ( মমতা ব্যানার্জি ) পদত্যাগ করা উচিত।” এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘ভোট ঘোষণা করে দিন। মানুষ দুর্নীতির পক্ষে না বিপক্ষে প্রমাণ হয়ে যাবে। একইসঙ্গে তিনি বলেন, হিম্মত যদি থাকে বাংলার মুখ্যমন্ত্রী আপনি তদন্ত করে দেখান।’
পোড়-খাওয়া এই রাজনীতিক রাজ্যের তৃণমূলের সাম্প্রতিক অবস্থা বোঝাতে গিয়ে ঘাসফুল শিবিরকে খোঁচা মেরে এদিন বলেন, ‘এটা বাংলার রাজনৈতিক দলের সব থেকে বড় অপমান, তার দলের নেতৃত্বের দিকে রাস্তার মানুষ জুতো ছুঁড়ে মারছেন। চোর, চোর বলছেন। বাংলার তৃণমূল নেতাদের বাংলা ছেড়ে পালাতে হতে পারে। যদি শ্রীলঙ্কায় এমন হয় , তাহলে তার ঢেউ যে বাংলায় কোনও দিন পড়বে না কেউ বলতে পারে না। শ্রীলংকার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ভেবেছিলেন মানুষকে স্তব্ধ করে রাখবো। তারা পেরেছিলেন কি ? তাদেরকে শ্রীলংকা ছেড়ে পালাতে হয়েছে। এটা প্রতীকী বললাম”।