Adhir choudhury, senior observer for Jharkhand লোকসভা ভোটে পরাজয় হয়েছে, প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও হাতছাড়া হয়েছে। এবার নতুন পদে নিযুক্ত বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন বিধানসভা ভোটের আগে ভোট পরিচালনায় ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হলেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার তিনজন কংগ্রেস নেতাকে ঝাড়খণ্ডের সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রকাশিত হয়েছে প্রেস বিজ্ঞপ্তি। সেখানেই নাম রয়েছে বহরমপুরের প্রাক্তন সাংসদের। অধীর ছাড়াও বিশেষ পর্যবেক্ষক এর দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনোয়ার ও ভাট্টি বিক্রমার্কা মাল্লুকে। সর্ব ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে মঙ্গলবারই।
লোকসভা ভোটে পরাজয়ের পর অধীরের কাছ থেকে হাত ছাড়া হয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ। প্রশ্ন উঠেছিল তাহলে কী কোনঠাসা হচ্ছেন অধীর? যদিও নতুন করে ফের বর্ষীয়ান কংগ্রেস নেতাকে দায়িত্ব দেওয়ায় খুশির হাওয়া অধীর অনুগামীদের।