“মোদী”র জন্য “দিদির চিন্তা”, অধীরের রাজ্যে কোন পথে INDIA জোট ?

Published By: Madhyabanga News | Published On:

দেবনীল সরকার, মধ্যবঙ্গ নিউজঃ  লোকসভার আগে ‘ইন্ডিয়া’ জোট ঘিরে সরগরম রাজনীতি। তার মাঝেই ফের মমতা বিরোধী সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি , বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সোমবারই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সমাবেশে মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায়  বলেছেন , ” জাতীয় স্তরে আমি ইন্ডিয়া জোটে আছি। মোদী সরকারকে সরাতে যা যা করতে হয় আমরা করব। মোদী সরকারের মেয়াদ আর ঠিক ৬ মাস” । সভা থেকে রাজ্যে সিপিআই(এম), কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছেন মমতা। তিনি বলেন,  “ বিজেপির কিছু কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগির জন্য টাকা দিচ্ছে। একসঙ্গে বোর্ড গঠন করছে বাম-কংগ্রেস-বিজেপি। হিংসা লাগানোর জন্য টাকা দেওয়া হচ্ছে। বাংলায় সিপিএম-কংগ্রেসকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি”।

এরপরেই মঙ্গলবার মমতাকেই নিশানা করলেন অধীর। এদিন বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, মোদীজির জন্য দিদির অনেক চিন্তা। মোদীর জন্য দিদি সবসময় চিন্তায় মগ্ন থাকে।   অধীরের কটাক্ষ, “ মোদীকে  তোয়াজ করে দিদি বার্তা পাঠিয়েছে, চিন্তা কোরো না মোদী , যতক্ষণ বাংলায় আছে দিদি এই জোটের কিভাবে সর্বনাশ করতে হয় আমি জানি, আমি আগেও করে দেখিয়েছি গোয়ায়, মেঘালয়ে, ত্রিপুরায়, এবার বাংলাতেও করে দেখাব। মোদি, বাংলার দিদির ওপর ভরসা রেখো” । অধীরের বক্তব্যে জোর চর্চা রাজনৈতিক মহলেও। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি নিজেই পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতিও । খোদ তিনিই “ইন্ডিয়া” জোটের শরিক মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করায়  উঠছে প্রশ্নও।  রাজনৈতিক সূত্রে খবর কেন্দ্রে যে সমীকরণই থাক,  রাজ্যে মমতা বিরোধী সুর নরম করতে নারাজ প্রদেশ কংগ্রেস।  কর্মীদের সেই বার্তা দিতে মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করার রাস্তাতেই হাঁটছেন অধীর চৌধুরী।