Adhir: মোদীর গঙ্গা বৈঠকে ভাঙন নিয়ে হস্তক্ষেপের অনুরোধ । প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার  হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করার কথা মোদীর। জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকেও উপস্থিত থাকার কথা প্রধনমন্ত্রী। গঙ্গা নিয়ে বৈঠকে মুর্শিদাবাদ, মালদার ভাঙন পরিস্থিতি নিয়ে আলোচনা ও  প্রধান মন্ত্রীর হস্তক্ষেপের  আবেদন জানালেন বহরমপুরে সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।  ভাঙন নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন অধীর।

অধীরের দাবি, দুই দশকে মালদা মুর্শিদাবাদে নদী ভাঙনে প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তির  ক্ষতি হয়েছে। বারবার এই বিষয়ে পার্লামেন্টে সরব হয়েছেন বলেও দাবি করেন অধীর। অধীর চৌধুরীর দাবি, ভাঙন মোকাবিলায় কোন স্থায়ী উদ্যোগ চালু হয় নি। তাই ভাঙন মোকাবিলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন অধীর।