হাতে শূন্য ! নেই আত্মবিশ্বাস ! মুর্শিদাবাদে পথ কী ? বহরমপুরে চিন্তন বৈঠকে শক্তিশালী কংগ্রেস গড়ার ডাক অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মঙ্গলবার বহরমপুরে শুরু হল কংগ্রেসের চিন্তন বৈঠক। বহরমপুর রবীন্দ্রসদনে প্রদীপ প্রজ্বলন করে জেলা কংগ্রেসের চিন্তন শিবিরের সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি , বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন চিন্তন শিবিরে অংশ নেন ব্লক ও জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলার বিভিন্ন যায়গা থেকে কংগ্রেসের প্রতিনিধিরা এই শিবিরে অংশ নিয়েছেন ।
অধীর চৌধুরী বলেন, কারও দোষ ত্রুটি নিয়ে চিন্তন শিবিরে আলোচনা নয়। কিভাবে শূন্য থেকে আবার জেলায় কংগ্রেসকে শক্তিশালী করা যায় তা নিয়েই আলোচনা হবে এই চিন্তন শিবিরে । অধীর বলেন, ” মুর্শিদাবাদকে দেখেই রাজ্যের কংগ্রেস কর্মীরা সাহস পায়। মুর্শিদাবাদের কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। মনে করুন, আমাদের হাতে বড় শূন্য। শূন্য থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে। সেখান থেকেই আমরা সৃষ্টি করবো। কিছু নেই এটা তৃণমূল বলবে। কিছু আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে” ।
এদিন ভাষণে অধীর অবশ্য স্বীকার করে নেন, তলানিতে ঠেকেছে কংগ্রেস কর্মীদের আত্মবিশ্বাস। ভাষণ দিয়ে নয়। কাজ করেই কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান অধীর।